18 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে হত্যা মামলায় প্যানেল মেয়র রাজু গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলায় প্যানেল মেয়র রাজু গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত (২০) হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (২৮ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত আজিমের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায়। হত্যা মামলার প্রধান আসামি শাখের ইসলাম রাজু মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

জানা যায়, গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে হত্যা করা হয়। এ ঘটনায় রাজু ও তার তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহাদাতের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, আজিম হোসেন শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ