20 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানের সঙ্গে ২ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানের সঙ্গে ২ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ


বিএনএ, বান্দরবান : ভারী বৃষ্টির কারণে সেতু দেবে যাওয়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বান্দরবান জেলা সদর থেকে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন ছেড়ে যায়নি।

স্থানীয়রা জানান, বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন পাঁচ কিলো স্থানে বেইলি ব্রিজের গাইড ওয়াল ভেঙে যাওয়ায় ব্রিজটি দেবে যায়। এতে সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহনের মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, সকালে সেতু দেবে যাওয়ার খবর পাওয়ার পর যাত্রীবাহী বাস ও অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানিয়েছেন, গত রাতে ভারী বৃষ্টিতে সেতুটির এক পাশ দেবে গেছে। পুরোনো বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ