28 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - জুন ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ২২ হাজার টাওয়ার অচল,মোবাইল সেবা বিঘ্নিত

২২ হাজার টাওয়ার অচল,মোবাইল সেবা বিঘ্নিত


বিএনএ, ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে  গতকাল রাত পর্যন্ত বিভিন্ন মোবাইল অপারেটরের ২২ হাজার ২১৮টি টাওয়ার অচল হয়ে পড়ে। ফলে উপকূলীয় জেলাগুলোর পাশাপাশি সারা দেশেই মুঠোফোন নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হয়। বিভিন্ন অঞ্চলে থাকা টাওয়ারগুলোয় বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তাতে নিরবচ্ছিন্নভাবে সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, দেশে মোট ৪৪ হাজার ৬১০টি মোবাইল টাওয়ার রয়েছে। এর মধ্যে গতকাল বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ২২ হাজার ২১৮টি সাইট (মোবাইল টাওয়ার) অকার্যকর ছিল। আর ২১টি জেলায় বিটিসিএলের (পিএসটিএন) ৬৫টি সাইট অকার্যকর রয়েছে। অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে ৪৮ দশমিক ৭১ শতাংশ টাওয়ার বন্ধ রয়েছে। এছাড়া ১৫টি জেলায় এনটিটিএনের ১৬৮টি পপ (পয়েন্ট অব প্রেজেন্স-গ্রাহকদের ইন্টারনেট সংযোগের কেন্দ্র) বন্ধ রয়েছে।

অপারেটররা জানান, বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখা হয়। কিন্তু জেনারেটর ৬-৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করছে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হওয়ার বিষয়।

বিটিআরসি জানিয়েছে, উপকূলীয় এলাকায় গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ না থাকা এবং ইন্টারনেট কেবলে ক্ষতির কারণে শতাধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার আইএসপিদের ৩২০টি পপের মধ্যে ২২৫টিই অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে উপকূলের প্রায় তিন লাখ ব্রডব্যান্ড গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত আছে।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ