বিএনএ, চট্টগ্রাম: আট বছর আগে দুবাই থেকে আসা আরিফ মঈনুদ্দীন নামে এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগমের আদালত এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট আসে। সেই ফ্লাইটে আসেন আরিফ। তিনি বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন। পরে শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাঁর ব্যাগ তল্লাশি করে একটি টর্চলাইটের ব্যাটারি রাখার স্থানে স্বর্ণের ১২টি বার পান। এসব বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেওয়ার পর আদালত আসামির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ গঠন করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আরিফ মঈনুদ্দীনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালতে ৯ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
বিএনএ/এমএফ