16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি নির্যাতনের তদন্ত করবে জাস

গাজায় ইসরায়েলি নির্যাতনের তদন্ত করবে জাস

জাতিসংঘের(জাস) মানবাধিকার কিউন্সিল

বিএনএ, বিশ্ব ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী অসম শক্তি প্রয়োগ করে যুদ্ধাপরাধ করেছে কিনা আন্তর্জাতিক পর্যায়ে তার স্বাধীন তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘের(জাস) মানবাধিকার কিউন্সিল। বৃহস্পতিবার (২৭ মে) ইসরাইলের সামরিক আগ্রাসন নিয়ে তদন্তের পক্ষে বিপক্ষে জাতিসংঘে এক ভোটাভুটি হয়। তাতে ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৫টিই তদন্তের পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। বাকি ১৪টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। খবর মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়।

এর আগে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলে বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হওয়া বেশিরভাগ ভবনে সশস্ত্র ফিলিস্তিনি দল আশ্রয় নিয়েছিল বলে তেল আবিব দাবি করে আসলেও এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মুসলিম দেশগুলো গাজা সংঘাতে ইসরায়েলের আগ্রাসি অপরাধ খতিয়ে দেখতে জাতিসংঘ তদন্ত কমিশনকে অনুরোধ করেছিল।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ