20 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনএ ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে দলের চেয়ারপাসনের জ্বর দেখা দিয়েছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।

বিএনপি মাহাসচিব বলেন, খালেদা জিয়া এখন মোটামুটিভাবে ভালো আছেন। তার প্যারামিটারগুলো ভালো।  মেডিকেল বোর্ড বসবে। তারপর বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসের আক্রান্ত হন খালেদা জিয়া।  চিকিৎসকদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া।  ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেয়া হয়।তিন দফা পরীক্ষার পর করোনা নেগেটিভ হন খালেদা জিয়া। পোস্ট কোভিড জটিলতায় ভোগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ