27 C
আবহাওয়া
৪:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

বিএনএ, লোহাগাড়া : লোহাগাড়ায় ফল ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে খানে আলম (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার বটতলী মোট স্টেশনসহ ফলের দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত খানে আলম ওই এলাকার লাল মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ অভিযানে যায়। উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ ফলের দোকান হতে ২হাজার ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ খানে আলম কে আটক করে।

আটককৃত মাদক কারবারী খানে আলমের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এর পূর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছিল মাদক কারবারী খানে আলম।

বিএনএনিউজ/ রায়হান/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ