18 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » মায়ের সাথে নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মায়ের সাথে নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মায়ের সাথে নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির মেঘের রাজ্য সাজেকের কাচাঁলং নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জয়ন্তী চাকমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ এপ্রিল (রোববার) সকালে নিখোঁজের ১৭ ঘন্টা পর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মায়ের সাথে সাজেকের কাচালং নদীতে গোসল করতে নেমে জয়ন্তী চাকমা তলিয়ে যান। সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। পরে রোববার সকালে নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে।

নিহত জয়ন্তী চাকমা গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় মিসন চাকমার মেয়ে।

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, গতকাল জয়ন্তী চাকমা মায়ের সাথে গোসল করতে নেমে নদীতে নিখোঁজ হন। আজ ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে পরিবারটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

বিএনএনিউজ/ ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম