বিশ্ব ডেস্ক: শনিবার(২৭ এপ্রিল) গাজায় আটক দুই ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে গাজার সরকার হামাস।
কিথ সিগেল এবং ওমরি মিরান নামে চিহ্নিত এই দুই ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের কাছে ভালবাসা পাঠায় এবং ভিডিওতে তা প্রকাশ করতে বলে। আল জাজিরা।
হামাসের সামরিক শাখা গাজায় বন্দী দুই ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে একটি চুক্তি করার আহ্বান জানানোর ফুটেজ দেখানো হয়েছে।
শনিবার প্রকাশিত ভিডিওটি একইভাবে হামাস দ্বারা পূর্বে প্রকাশ করা বন্দী ভিডিওগুলোর অনুরুপ বলে, ইসরাইল এটিকে “মনস্তাত্ত্বিক সন্ত্রাস” হিসাবে নিন্দা করেছে।
এসজিএন/হাসনা