28 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অপরাধী যেই হোক আইনের মুখোমুখি হতে হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধী যেই হোক আইনের মুখোমুখি হতে হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা :অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরে ধানমণ্ডির বাসভবন থেকে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

গুলশানের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, । যে-ই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।এটা (ঘটনাটি) তদন্তাধীন রয়েছে। সে তদন্তের পরেই আমরা বলতে পারব।

হেফাজত নেতাদের বিরুদ্ধে চলা মামলাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মামলাগুলো চলছে।বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা ছিল, সে আটকও ছিল। সেটা এখন কি অবস্থায় আছে, জেনে কথা বলতে হবে। আটক ছিল, পরে জামিন নিয়ে আসছিলেন, এটুকুই আমরা জানি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত মামলা রয়েছে, সেগুলো আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি এটা বারবার বলছি।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ