বিএনএ বিশ্বডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২৪ তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২১ এ সফলতার সাথে সপ্তম স্থান অর্জন করেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশী নাগরিক হাফেজ জামিল আহমদ।
এছাড়াও প্রথম হয়েছেন সিরিয়ান মোহাম্মদ আব্দুর রহমান আবু কাসিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আমেরিকান হাফেজ আব্দুল গণি মুস্তফা এহিয়া ও সুদানের হাফেজ মোজামেল আহমদ। চতুর্থ স্থান অধিকার করেন সংযুক্ত আরব আমিরাতের হাফেজ আবদুল রহমান, পঞ্চম স্থান অধিকার করেন সেনেগালের হাফেজ মোস্তফা।
করোনাভাইরাসের কারণে গত বছর এই প্রতিযোগিতা না হলেও এবার দুবাই আন্তর্জাতিক কোরআন সংস্থা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের হাফেজদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রতিযোগী নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।এবারের আসরে বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন আমিরাতের আল-আইনে অধ্যয়নরত হাফেজ জামিল আহমেদ।
বিশ্বের অন্তত শতাধিক দেশের কোরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও করোনার উপদ্রবের কারণে এবার আমিরাতে বসবাসরত ৩৫ টি দেশের প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের ধর্ম প্রতিমন্ত্রীসহ সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাফেজ জামিল আহমদ আরব আমিরাতের শারজা আল দাহিদ মারকাজ বিন সালেমে ২০১৪ সালে হেফজ সম্পন্ন করেন। তিনি দুবাই টিভিসহ আমিরাতের বিভিন্ন প্রদেশে কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। ৪ ভাই-বোনের মাঝে জামিল সবার বড়। তার বাবা মাওলানা জহীর উদ্দিন আল আইনে একটি মসজিদে ইমামতি করেন।
বিএনএ/ মুহাম্মদ সাইফুদ্দিন (খালেদ),ওজি
।