বিএনএ, চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালীর আমির ডা. খোরশেদ আলম, নায়েবে আমির ডা. আবু নাসের, কর্ম পরিষদ সদস্য সাইদুল আলম, বৈছাআ’র চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ন সদস্য সচিব হাসান আল বান্না, ফয়সাল উদ্দিন রায়হান, মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিন, মুখপাত্র ফাতেমা খানম লিজাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মতিউর রহমান রাসেলসহ বোয়ালখালীর শহিদ ওমরের পরিবার, আন্দোলনকারী এবং আহত যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বোয়ালখালীতে সবার মধ্যে ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ