বিএনএ,বরিশাল: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুই দিন পর মামুন (২৫)নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ)দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোটর লাগানো ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আতাউর রহমান বলেন, নিহত মামুনের লাশ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বিএনএ/ সাইয়েদ কাজল,ওজি