24 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আজকের ইফতারের সময় ২০২৩

আজকের ইফতারের সময় ২০২৩

আজকের ইফতারের সময় ২০২৩

আজ মঙ্গলবার (২৮ মার্চ) ২০২৩। রমজান মাসের রহমতের ১০ দিন। ৫ম রোজার ইফতারের সময়সসূচী।

ইফতার

ইফতার (আরবি: إفطار‎‎ ইফ্‌ত্বার্) হচ্ছে, রমজান মাসে মুসলমানরা সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সময় যে খাবার গ্রহণ করেন। রমজান মাসে সবাই একত্রে বসে ইফতার গ্রহণ করা হয়। খেজুর খাবারের মাধ্যমে ইফতার শুরু করা সুন্নত। বাংলাদেশের বেশিরভাগ স্থানে পানি খাবার মাধ্যমে, আবার অনেক স্থানে ভেজা চাল মুখে দেবার মাধ্যমে ইফতারি শুরু করা হয়।

বাংলাদেশের সর্বত্র রমজান মাসে সন্ধ্যায় মাগরিবের আগে বাজারে ইফতার বিক্রি হয়। ইফতারের খাবার হিসেবে পিঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি, হালিম ও জিলাপি এসব জনপ্রিয়।

ইফতারের দোয়া

রমজানের অন্যতম ইবাদত ইফতার ও সেহরি। সুর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করা যেমন সুন্নত ও বরকতময় তেমনি রাতের শেষ ভাগে সেহরি খাওয়াও সুন্নাত এবং কল্যাণের। এ কল্যাণ পেতে রোজাদারের ইফতার-সেহরিতে রয়েছে বিশেষ করণীয় ও দোয়া।

এ দোয়া পড়ে ইফতার করতে হয়

بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে।’

বিভিন্ন শহরের ইফতারের সময়সূচী জেনে নেওয়া যাক।

ঢাকা

রাজধানী ঢাকায় আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ১৬ মি.

চট্টগ্রাম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ১২ মি.

রাজশাহী

বিভাগীয় নগরী রাজশাহীতে আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ২৩ মি.

সিলেট

চা পাতার নগরী সিলেটে আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ১০ মি.

কক্সবাজার

পর্যটন শহর কক্সবাজারে আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ০৯ মি.

কুষ্টিয়া

কুষ্টিয়া শহরে আজকের ইফতারের সময়- সন্ধ্যা ৬: ২১ মি.

মহান আল্লাহ আমাদের রোজাকে কবুল করুক। আমিন।

বিএনএনিউজ/ বিএম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ