19 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

টেকনাফে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১


বিএনএ, টেকনাফ : টেকনাফে ১৩৪ বোতল ফেনসিডিল ও ৬০০ পিস ইয়াবা সহ আলমগীর (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ মার্চ) গভীর রাতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ফুলের ডেইল, দক্ষিন হিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের একটি দল।

আটক আলমগীরের পিতার নাম মৃত আবদুল জলিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, ২৬ মার্চ গভীর রাত ১ টার দিকে তার টিম আলমগীর (২৬) কে এর নিজ বসতঘরের খাটের নিচে মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ১৩৪ বোতল ফেনসিডিল ও ৬০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামি আলমগীর (২৬) জানায়, সে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জেলাগুলো হতে কৌশলে বিভিন্ন ফলের গাড়ীতে করে উক্ত ফেন্সিডিল গুলো টেকনাফে এনে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন, টেকনাফ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ