25 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়; পুলিশ ব্যস্ত রাজনীতি নিয়ে: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক, ঢাকা: সরকারি কর্মকর্তা হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে কটুক্তি করা বিস্ময়কর; সরকার পরিবর্তন হলে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের এক আলোচনা সভায় আইজিপি ও ডিএমপি কমিশনারের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গত শনিবার (২৬মার্চ) পুলিশের এক অনুষ্ঠানে আইজি ও ডিএমপি কমিশনার কিছু কথা বলেছেন। আমরা বিষ্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কী করে তারা সরকারি কর্মকর্তা হয়ে সম্পূর্ণভাবে রাজনৈতিক, অশালীন এবং শিষ্টাচার বহির্ভূত কথা বলতে পারেন। তা আমি বিশ্বাস করতে পারি না।

ফখরুল বলেন, সরকারের বেআইনি হুকুম তামিল করছেন। এটা করতে গিয়ে প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষ এতে লজ্জিত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রতিটি মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগের রসায়নই হচ্ছে দুর্নীতি। তারা যেখানেই যাক দুর্নীতির বাইরে যেতে পারবে না।

এসময় ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরাসরি টাকা পাচারের জন্য ফ্লাইট চালু করা হচ্ছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ