বিএনএ ডেস্ক, ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্কারজয়ী ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্ট মঙ্গলবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বিশেষ এই কনসার্টে ভক্তদের মাতাতে ইতোমধ্যে ২৪০ জনের বহর নিয়ে ঢাকায় এ আর রহমান।
মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।
কনসার্ট দেখেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
ফলে মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেন। জানানো হয়, মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত। টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত। এছাড়া শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের ফিডার সড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকবে।
অনুষ্ঠান চলাকালীন নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিএনএ/ এ আর