মনোটোনাস আবৃত্তির পোতাশ্রয় শুধুমাত্র একটি নামবিশেষ্য নয়, চিরচারিত গণ্ডিতে আটকে থাকা সীমাবদ্ধ আবৃত্তি সংগঠন নয়, এর পরিধি সমাজের বিভিন্ন মাধ্যমে বিস্তৃত করতে সংগঠনের সকল সদস্য বদ্ধপরিকর।
‘সাফল্য স্মৃতি এবং আন্তনির্হিত স্বপ্ন’ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি সাশ্রদ্ধ উৎসর্গ করে মনোটোনাস এর ৪র্থ বর্ষে পদার্পনে আয়োজন আগমনের আনন্দধ্বনি সোমবার( ২৮ মার্চ) সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মানব পচার ও অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিজ্ঞ জেলা জজ ও দায়রা জজ জান্নতুল ফেরদৌস। অনুষ্ঠানে মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের সভাপতি আখতারী ইসলামের সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন কথাসাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য।
বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক কবি রাশেদ রউফ, আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, এনায়েতবাজার মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া।
সংগঠনের সদস্য সা’দ হাসান ও অনামিকা দাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের উপদেষ্টা শোয়ায়েব মোহামদ, ছন্দা দাশ, চট্টগ্রাম একাডেমীর সদস্য নীলিমা শামীম, মহুয়ার ঠিকানার স্বত্বাধিকারী মহুয়া ভট্টাচার্য।
কবি কন্ঠে কবিতা পাঠ করেন কামরুল হাসান বাদল, সৈকত দে, শুভ্রজিৎ বড়ুয়া, মাইনুর নাহার, জয়ন্ত জিলু, টুম্পা ভট্টাচার্য, তারিফা হায়দার। একক আবৃত্তি করবেন, প্রমা আবৃত্তি সংগঠনের বিশ্বজিৎ পাল, কন্ঠনীড় বাচিক চর্চা কেন্দ্রের গৌরি নন্দিতা, সেলিম রেজা সাগর, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের লাবন্য মুৎসুদ্দি, বোধন আবৃত্তি পরিষদের অর্পিতা চৌধুরী, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রিয়ম কৃষ্ণ দে, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের বৃষ্টি পুরোহিত, সন্দীপনা আবৃত্তি বিভাগের রিয়াজউর রহমান, মোঃ শাহরিয়ার শাকিল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শামস্ ই ফাইয়াজ রুহান, দর্পণ সাহিত্য এবং সাংষ্কৃতিক সংঘের নাহিদ নেওয়াজ, অনুকথিকার সালমা জাবীন নুসাবা, মনোটোনাস আবৃত্তি পোতাশ্রয়ের শান্তা দাশ, অনামিকা দাশ, ক্ষুদে শিল্পী বিশাল বড়ুয়া বঙ্গবন্ধুর ভাষণ প্রদান করেন।
বৃন্দ আবৃত্তি করবেন মনোটোনাস পোতাশ্রয়ের সদস্যবৃন্দ, নৃত্য পরিবেশন করবেন নৃত্যনীড় পরিচালনায় মন্দিরা সেন, সংগীত পরিবেশন করবেন শুক্লা দাশ, ঋক ভট্টাচার্য।