বিএনএ, ইবি: বিশ্ববিদ্যালয়ে বা সর্বক্ষেত্রে মেয়েদের ছবির পরিবর্ততে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হিজাব আমার সত্ত্বার অংশ; সংবিধানের ৪১ (১) অনুসারে পর্দা করা আমার সংবিধানিক অধিকার’ ‘কান দেখানো ছবি নয়; বায়োমেট্রিকে সব হয়’ ‘কান দেখিতে চাহিয়া লজ্জা দিবেন না’ ‘বায়োমেট্রিক পদ্ধিতে জাতীয় পরিচয় পত্র কেন নয়?’ ইত্যাদি শ্লোগান সম্বলিত পোষ্টার তাদের হাতে দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীদের হিজাব খুলে কান বের করে ছবি দিতে হয়। এই নিয়ম বাতিল করে পর্দা মেনে চলা মেয়েদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হোক। যেসব মেয়েরা পর্দা করেন তাদের সনাক্তকরণে মুখ খোলা ছবি ব্যবহার এবং মুখ দেখাতে বাধ্য করাটা উচিত নয়। বরং ছবির বদলে বায়োমেট্রিক পদ্ধতি (যেমন ফিঙ্গার প্রিন্ট) ব্যবহার করাই আধুনিক এবং নিরাপদ পদ্ধতি। পর্দা করা মুসলিম নারীদের ধর্মীয় অধিকার।’
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম তাহেরা বলেন, পর্দাশীল ছাত্রীদের ছবি তোলার সময় চেহারা, কান, গলা প্রদর্শন করতে হয়। এটা আমার ধর্ম পালনের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। উন্নত বায়োমেট্রিক পদ্ধতি থাকার পরও ছবির মত ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে, এমন পদ্ধতি বাতিল করা উচিত।’
দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সায়্যিদা হুমায়রা বলেন, ‘কানওয়ালা, মুখ খোলা ছবি নয়, বায়োমেট্রিক পদ্ধতিতেই সব হয়।’
বিএনএ/তারিক,এমএফ