17 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীত্ব চলে গেলেও দুর্নীতিবাজদের ক্ষমা নেই : ইমরান খান

প্রধানমন্ত্রীত্ব চলে গেলেও দুর্নীতিবাজদের ক্ষমা নেই : ইমরান খান


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, বিদেশি অর্থে পাকিস্তানে সরকার বদলের ষড়যন্ত্র চলছে। কারণ তাঁর সরকার পাকিস্তানকে স্বাধীন বিদেশনীতির পথে নিয়ে যাচ্ছে। যা ‘বিদেশি’ শক্তিদের পছন্দ না।

রোববার (২৭ মার্চ) ইসলামাবাদে লক্ষ লোকের সমাবেশে ইমরান খান এ অভিযোগ করেন।

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা জমায়েতে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজির হয় লক্ষাধিক মানুষ। এ সমাবেশের নাম দেওয়া হয়েছিল ‘অমর বিল মারুফ’ (মানুষকে ভাল কাজ করার উৎসাহপ্রদান)।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাতি ইমরান খান বলেছেন, ‘আমাকে যদি পদত্যাগও করতে হয়, তারপরও দেশের দুর্নীতিবাজ নেতাদের ছাড় দেব না।’

সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী  দুর্নীতির বিরুদ্ধে তার যুদ্ধকে মহানবী (সা.)-এর শিক্ষা বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের নবীও (সা.) আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছিলেন। আমি দুর্নীতিবাজদের ছাড় দেব না। কারণ আমার নবী ব্যাখ্যা করেছিলেন যে, গরিবদের শাস্তি দিলে এবং ধনীদের ছাড় দিলে জাতি ধ্বংস হয়ে যায়।

দুর্নীতিবাজদের ব্যাপারে তিনি বলেন, ‘যাই ঘটুক না কেন, আমি তাদের ছাড় দেব না। এমনকি আমার সরকার চলে গেলেও অথবা আমি প্রাণ হারালেও তাদের ক্ষমা করবো না।’

ইমরান বললেন, ‘‘বাইরে থেকে আমাদের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। বেশ কয়েক মাস ধরেই এটা টের পাচ্ছি। আমরা এ-ও জানি, কে এই লোকগুলোকে একজোট করছে, কিন্তু সময় বদলে গিয়েছে। এটা আর জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।’’

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বিদেশি অর্থের সাহায্যে পাকিস্তানে সরকার বদলের চক্রান্ত চলছে। এই কাজে আমাদের লোকেদেরও ব্যবহার করা হচ্ছে। জলের মতো টাকা খরচ হচ্ছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তার লিখিত প্রমাণও আমার হাতে আছে। কিন্তু আমি দেশের স্বার্থের সঙ্গে আপস করতে শিখিনি।’’

বিএনএনিউজ/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ