24 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী

একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী

বরিশালে মেয়রের সঙ্গে প্রশাসনের বিরোধ বিচ্ছিন্ন ঘটনা -তথ্যমন্ত্রী-ফাইল ছবি

বিএনএ, চট্টগ্রাম : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন না করে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিশৃঙ্খলা করেছে, তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন নৈরাজ্য সৃষ্টি করছে।রোববার (২৮ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ কেন নরেন্দ্র মোদি বাংলাদেশে আসলেন? ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক হয়ে তাদের রক্ত ঝরিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ দেশের ২০ নাগরিকের বিবৃতির সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, আমি বিবৃতিটি দেখেছি। যে ২০ জন বিবৃতি দিয়েছেন, তাদেরকে বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে। তাদের উচিত ছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন যারা ধর্মের নামে হাঙ্গামা করছেন, তাদের বিরুদ্ধে একটি বিবৃতি দেওয়া।

সাম্প্রতিক সময়ে সরকার কি ইসলামিক দলগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কি না- জবাবে মন্ত্রী বলেন, সরকার যেকোনো নৈরাজ্য দমনে বদ্ধপরিকর। কারণ সরকারের দায়িত্ব সরকারি সম্পত্তি ও জনগণের সম্পত্তি রক্ষা করা। সুতরাং আজ যারা এই কাজগুলো করছেন, সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য রাষ্ট্রের শান্তি, স্থিতি এবং সম্প্রীতি রক্ষার জন্য তাদের দমন করা। সরকার অবশ্যই এটি কঠোর হস্তে দমন করবে।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ