24 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতার দলিল : জনসাধারণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশ

স্বাধীনতার দলিল : জনসাধারণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশ

জনসাধারণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশ

                                       সূত্র : বাংলাদেশ সরকার, প্রচার দপ্তর, তারিখ : ১৩ এপ্রিল, ১৯৭১

                                            জনসাধারণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশ
নবগঠিত বাংলাদেশ সরকার জনগণের প্রতি এই নির্দেশগুলি জারী করেছেন :

বিএনএ ডেস্ক : 
১. চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্যে আহত ব্যক্তিদের ডাক্তার বা করিবাজের কাছে নিয়ে যান।
২. মুক্তিসংগ্রামের বিশ্বাসঘাতকদের শাস্তি দিন।
৩. আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাছ থেকে জেনে নিন কী করা উচিত।
৪. তরুণরা সকলে ট্রেনিং-এর জন্যে নিকটতম মুক্তিফৌজ দপ্তরে চলে আসুন-সেখানেই তাঁরা নির্দেশ পাবেন।
৫. প্রত্যেক গ্রাম-প্রধান আশপাশের গ্রাম বা গ্রামগুলির প্রধানদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলুন এবং সমস্ত খবরাখবর সম্বন্ধে পরস্পরকে ওয়াকিবহাল রাখুন।
৬. মুক্ত অঞ্চলগুলির সরকারী কর্মচারীরা আওয়ামী লীগের স্থানীয় সদর দপ্তর থেকে নির্দেশ নিন।
৭. নদী-পরিবহন ব্যবস্থার সমস্ত কর্মচারী বাংলাদেশ সরকারের নির্দেশ মেনে চলুন ও রেডিও-পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত নির্দেশ উপেক্ষা করুন। ঢাকায় নদী-পরিবহনকর্মীরা দখলদার জঙ্গী-বাহিনীর নির্দেশ অমান্য করায় বাংলাদেশ সরকার তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।
৮. নিজের এলাকার মুক্তিফৌজ কম্যাণ্ডের নির্দেশ অনুযায়ী অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত নিয়ম মেনে চলুন।
৯. আপনার এলাকায় সন্দেহভাজন লোক ঘোরাফেরা করছে। তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং তেমন কোনও লোকের খোঁজ পেলেই নিকটতম মুক্তিফৌজ কেন্দ্রে খবর দিন।

(বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র-তৃতীয় খণ্ড) পৃষ্ঠা নং:- ১৫
বিএনএনিউজ/জুয়েল বড়ুয়া

Loading


শিরোনাম বিএনএ