28 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » চবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে পুরো ক্যাম্পাস

চবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে পুরো ক্যাম্পাস

চবির ভর্তি পরীক্ষা দেওয়া যাবে রাবিতে

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ মার্চ শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ, চলবে ১৬ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে ঘিরে চার স্তরের বাড়তি নিরাপত্তায় থাকবে পুরো ক্যাম্পাস।

বুধবার (২৮ ফেব্রুয়ারু) দুপুর আড়াইটায় প্রক্টরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার।

চবি প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষার সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, রেলওয়ে পুলিশ, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা কর্মী, বিএনসিসি এবং রোভারস্কাউটের প্রায় ৭ শতাধিক কর্মী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছুরা কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যসহ সকল নিরাপত্তা কর্মীরা তাদের কাজে নিয়োজিত থাকবেন।

এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৪৯ জন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৮১ জন।

অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি। আবেদন করেছে ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৫৩ জন। ‘বি-১’ উপ-ইউনিটে ( চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত) আসন রয়েছে ১২৫ টি। এর বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৬৬৯ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ১৩ জন।

ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মোট আসন রয়েছে ৬৪০ টি। এর বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৩০০ জন শিক্ষার্থী। অর্থাৎ, আসন প্রতি লড়বেন ২৭ জন।

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি এবং আবেদন করেছে ৫৭ হাজার ৮০৪ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৬০ জন। অন্যদিকে ‘ডি-১’ উপ-ইউনিটের ৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৬৬ জন।

প্রথমবারের মতো এবার চট্টগ্রামের বাইরে একাধিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি–১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি–১’ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি–১’ উপ–ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

বিএনএ / সুমন, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ