27 C
আবহাওয়া
৭:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডা. জাফরউল্লাহকে নিয়ে কি বললেন মির্জা ফখরুল

ডা. জাফরউল্লাহকে নিয়ে কি বললেন মির্জা ফখরুল

ডা. জাফরউল্লাহকে নিয়ে কি বললেন মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক, ঢাকা: ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপির কেউ নয়। নির্বাচন বিষয়ে তিনি বিএনপির পক্ষে কথা বলারও কেউ নন। উনি যা বলেছেন তা সবই উনার নিজস্ব বক্তব্য। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা ২০০৮ সালে নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে বলেছিল জনগণকে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আজ চালের কেজি ৭০ টাকা। বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, দেয়নি।

বলেন, আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের সঙ্গে প্রতারণা করে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোটটা নেয়। যতবার ক্ষমতায় গেছে জনগণের সঙ্গে সবসময় প্রতারণা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, কেন কৃষকরা আজ  ধানের ন্যায্য মূল্য পায় না। কেন ২০০ টাকায় তেল কিনতে হয়। কারণ সবই আওয়ামী লীগের প্রতারণা।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, রাস্তা বানাতে আমাদের দেশে যা খরচ হয়, তা পৃথিবীর কোথাও এত টাকা খরচ হয় না। এরা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুট করছে, সেই লুটের টাকা দিয়ে বিদেশে বাড়ি করছে। দেশে উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে বলেও মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির জেষ্ঠ আহ্বায়ক আবু ওয়াহাব ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ