21 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএসএফের গুলিতে এবার বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে এবার বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট: বাংলাদেশ-ভারতের পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা সীমান্তে বিএসএফের গুলিতে এবার বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার নাম রফিউল ইসলাম টুকলু (৩৩)। সে স্থানীয় বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে।

রবিবার(২৮ জানুয়ারি ২০২৪) ভোর সাড়ে ৪টার দিকে আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গারপাড়া এলাকায় এক নাম্বার সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা।

স্থানীয়রা জানান, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রফিউল। রবিবার সকালে বিএসএফের সহযোগিতায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের  পক্ষ হতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হয়েছে।

এরআগে গত ২২ জানুয়ারি ভোরে বেনাপোল ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া সীমান্তে বিজিবি টহল দলের সদস্য  সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গত ২৮শে ডিসেম্বর বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়।

আরও পড়ুন :

বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ