16 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

বিএনএ,চবিঃ “সহিংসতা রোধে শান্তিপূর্ণ সংহতির মাধ্যমে মানবাধিকার নিশ্চিতকরণ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪ দিন ব্যাপী প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) সম্মেলন সমাপ্ত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, সিইউমুনার মহাসচিব দেবজ্যোতি ধর।

অধ্যাপক সিরাজ উদ দৌলাহ বলেন, আপনারা এই চারদিনে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আপনাদের যোগ্যতাকে শানিত করছে যা ভবিষ্যতে উপকারে আসবে। আপনারাই আগামীতে এই দেশের ও পৃথিবীর নেতৃত্ব দিবেন।

এই বর্ণাঢ্য আয়োজনে কমিটি ছিল ১০টি। কমিটিগুলো হল নিরাপত্তা পরিষদ,জাতিসংঘ সাধারণ পরিষদ-১, জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম, জাতিসংঘ জলবায়ু বিষয়ক কাঠামো, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ কমিটি , অপরাধ প্রতিরোধ ও ফৌজদারী বিচার কমিশন, পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা, বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

এই সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া আফগানিস্তান, মালয়েশিয়া, ভুটান, পূর্ব তিমুর সহ ৬টি দেশ থেকে ৬জন প্রতিনিধি অংশগ্রহণ করে। জাতিসংঘের কূটনৈতিক কর্মকাণ্ড অনুশীলনের মাধ্যমে বিশ্বে চলমান বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিরূপণে কার্যকর ভূমিকা পালন করা এ সম্মেলনের উদ্দেশ্য। ২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করা এ ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে কূটনীতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নেতৃত্ব সৃষ্টিতে ভূমিকা রাখছে৷ শিক্ষার্থীদের স্পিকিং, রিসার্চ, কমিউনিকেশান স্কিল ও স্কিল ডেভলাপমেন্টেরও কাজ করছে সংগঠনটি৷

সম্মেলনটির আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং নলেজ পার্টনার হিসেবে ছিলো জাতিসংঘ বাংলাদেশ।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ