বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী সোহেল এর এফবিবিআই ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, মিরসরাইয়ের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে পাহাড়ের মাটি কেটে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাহের হোসেন চৌধুরী সোহেলের এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ লক্ষ টাকা জরিমানা করেন। অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন ।
এ ব্যাপারে জানতে মোজাহের হোসেন চৌধুরীর ফোন নাম্বারে বার বার ফোন করে তাকে পাওয়া যায়নি।
তবে ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম খোকা জানান, কেউ আইন অমান্য করলে, অবৈধ ভাবে মাটি কাটলে তার দায়ভার মালিক সমিতি নিবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি