25 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ৫শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

ছাগলনাইয়ায় ৫শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব

ফেনীঃ আলহাজ্ব মরহুম সুলতান আহমদ ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব।

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের পোর্টল্যান্ড এগ্রোপার্কে শুক্রবার ( ২৮ জানুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ক্যাম্পেইনটি চলে।

ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব
ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব

মহল্লার প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান বিষয়ক সচেতনতা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সার্বিক সহযোগিতা করেন পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।

ক্যাম্পেইনটি পরিচালনা করেন ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু, কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ শাওন, সদস্য আজমীর হোসেন এবং সংগঠনের সকল সদস্য। এসময় এলাকার গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘জিয়াউল হক বাবলু বলেন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব উপজেলা রক্তদাতাদের একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম। পরে সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণ পোর্টল্যান্ড এগ্রোপার্কে আয়োজন করা হয়।

এবিএম নিজাম উদ্দিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ