চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও চিত্রনায়িকা নিপুন সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পথে।তাদের প্যানেল বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে। তবে ফলাফল ঘোষণা হতে সময় লাগবে। এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট গ্রহণ।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিটি সূত্র জানায়, এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন।
এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি কাঞ্চন-নিপুণ এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
বিএনএ নিউজ২৪, আর আর খান,জিএন