26 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর এএফপি।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার ‘হুমকিমূলক আচরণের’ কারণে ইউক্রেনের চারপাশে সংকট মোকাবেলায় আগামী সোমবার তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত সভার (পাবলি কমিটিং) আহবান জানিয়েছে।

জাতিসংঘে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাসগ্রিনফিল্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী রাশিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্যান্য অস্থিতিশীল কর্মকান্ডে জড়িয়ে ইউক্রেন সীমান্তে হুমকি সৃষ্টি করছে যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের জন্য সুস্পষ্ট লংঘন।’

বিএএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ