32.5 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ট্রান্সফার মার্কেটকে ব্লক করলেন রোনালদো

ট্রান্সফার মার্কেটকে ব্লক করলেন রোনালদো

ট্রান্সফার মার্কেটকে ব্লক করলেন রোনালদো

বিএনএ, ডেস্ক :ট্রান্সফার মার্কেটে রোনালদোর দাম দেখানো হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো।নিজের দাম কমিয়ে দেওয়ায় জার্মানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটকে ব্লক করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ এই তারকা ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিষয়টি নজরে আসে। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। মেন্ডেস যাদের এজেন্ট এদের মধ্যে সবচেয়ে বেশি দাম ম্যানচেস্টার সিটির বার্নারদো সিলভার। সিলভার দাম ধরা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো।

দাম কমানোতেই নাকি ট্রান্সফার মার্কেটের ওপর এ ক্ষোভ দেখিয়েছেন রোনালদো। এ সম্পর্কে এক পোস্টে ট্রান্সফার মার্কেটের পক্ষ থেকে ইনস্টাগ্রামে বলা হয়, ‘আমরা রোনালদোকে ট্যাগ করতে পারছি না। কারণ দাম কমানোয় সে আমাদের ব্লক করে দিয়েছে।’

য়্যুভেন্তাসে থাকার সময়েই দাম কমে রোনালদোর। গত বছরের ২৭ আগস্ট দুই বছরের চুক্তিতে তুরিনের ক্লাবটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। গোল ডটকমের প্রতিবেদনে জানা যায়, পর্তুগিজ তারকার জন্য ২৪ মিলিয়ন ইউরো খরচ করেছিল ইউনাইটেড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫০ কোটি টাকা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ