20 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা


বিএনএ, হবিগঞ্জ : নির্বাচন কমিশনের (ইসি) নি‌র্দেশনার পর হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের উপ-পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা। তিনি বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা।

বুধবার (২৭ ডিসেম্বর) জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল ইসি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ