18 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


বিএনএ, চট্টগ্রাম : ফেনী হতে ৫০ কেজি গাঁজাসহ  দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার(২৭ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানার ছোলেমানের ছেলে মোঃ রবিউল (৩৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জের হারুনের ছেলে মোঃ ইমরান হোসেন (২৮)।

র‌্যাব-৭ জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কাভার্ড ভ্যানযোগে মাদকদ্রব্য চট্টগ্রামে আনছে উক্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব।   ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তারা গাড়ী তল্লাশী  করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্য কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দেয়।   গাড়ীর ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা গাড়ীসহ  রবিউল ও ইমরানকে আটক করে। তাদের কাছ থেকে  ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ