16 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত

বিএনএ, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। নিহত শিক্ষার্থীর নাম রাইসুল ইসলাম শুভ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা- খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন যাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ মারা যায়। অপর যাত্রীরা গোপালগঞ্জ সদর হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহ মুহাম্মদ মঞ্জুরুল কবির বলেন, দুর্ঘটনার পর কয়েকজন ব্যক্তি তাদের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করি এবং নিয়মানুযায়ী পুলিশকে বিষয়টি অবগত করি।

দুর্ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোলা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘাতক ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহণ কর্তৃপক্ষকে ১ঘণ্টা সময় দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে দেখতে গোপালগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ কিউ এম মাহবুব। এসময় উপাচার্য বলেন, “একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এধরনের মৃত্যু কোনোক্রমেই মেনে নেয়ার মত নয়। এই সড়কে ইতোপূর্বেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এই সড়কে এভাবে প্রান হারাতে না হয় তার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিএনএ/ফাহীসুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ