24 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী-ড. হাছান মাহমুদ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী-ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে।

সোমবার(২৭ ডিসেম্বর)সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হওয়ার কথা। কিন্তু বেগম খালেদা অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ