23 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের কিশোরগঞ্জে নকল ব্যান্ডযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।রোববার(২৭ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাজ হোসেন সৌরভের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালত এ সব জরিমানা করেন। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন, মুন্নী স্টোর,প্রোঃ বাবুল মিয়াকে ২০ হাজার টাকা জারিমানা, মা বাবার দোয়া স্টোর প্রোঃ আসু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জাল ব্যান্ডরোল যুক্ত দিলীপ বিড়ি ও স্বাধীন বিড়ি বাজারজাত করেছিল।

জানাযায়, একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে আঠারবাড়ি বাজার থেকে ৩১ হাজার জাল ব্রান্ডরোল সম্বলিত দিলীপ বিড়ি ও স্বাধীন বিড়ি জব্দ করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলেরঘাট বাজার সভাপতিকে সতর্ক করে বলেন, বাজারে নকল ও জাল ব্র্যান্ডরোল সম্বলিত বিড়ি বিক্রয় হচ্ছে যা আইনত দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কাজে কোন ব্যবসায়ী সম্পৃক্ত হলে তাকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে। দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান ম্যাজিস্ট্রেট

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএনিউজ২৪/ হামিমুর রহমান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ