বিএনএ,স্পোর্টসডেস্ক : আর্জেন্টাইন স্টার ও বার্সেলোনার অধিনায়ক আবারও ইনজুরির কবলে নিওনেল মেসি । রোববার(২৭ ডিসেম্বর)এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বার্সালোনা ক্লাব। গোড়ালির আঘাতের কারনে এই সপ্তাহে এইবারের বিপক্ষে তাকে দেখা যাবেনা।
বড়দিনের স্বল্প বিরতির পর অনুশীলনে ফিরেছেন ব্লগারানার খেলোয়াড়রা কিন্তু মেসিকে দেখা যায়নি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ,তাঁকে দীর্ঘদিনের বড়দিনের ছুটি দেওয়া হয়েছে।এই সপ্তাহের শুরুতে পরিবারের সাথে সময় কাটানোর জন্য রোজারিওতে এসেছিলেন মেসি।
গত সপ্তাহে সাবেক ফুটবলার পেলের রের্কড ভেঙ্গে বার্সা হয়ে ৬৪৪ তম গোলটি করেছিলেন এই পায়ের জাদুকর।
এই মৌসুমে এখন পর্যন্ত রোনাল্ড কোম্যানের অধীনে ১৮ ম্যাচে ১০ গোল করেছেন।
বিএনএ/এমএম