25 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ২০২০ সালে সবচেয়ে নিন্দিত দেশ  ইসরাইল

২০২০ সালে সবচেয়ে নিন্দিত দেশ  ইসরাইল

২০২০ সালে সবচেয়ে নিন্দিত দেশ  ইসরাইল

বিএনএ, বিশ্বডেস্ক : ২০২০ সালে  নিন্দিত দেশের টপে আছে ইসরাইল।  জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) এ বছর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১৭টি নিন্দা প্রস্তাব পাস করেছে।

জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা ইউএন ওয়াচ জানায়, ২০২০ সালে জাতিসংঘ সবচেয়ে বেশি নিন্দা করেছে ইসরাইলকে।

গত সপ্তাহে দুটি নিন্দা প্রস্তাবসহ এ সংখ্যা ১৭। বাকি বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে এমন প্রস্তাব এসেছে মোট ৬টি। এর মধ্যে উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান ও মিয়ানমারের বেলায় নিন্দা প্রস্তাব এসেছে একটি করে। দুটি নিন্দা প্রস্তাব এসেছে ক্রিমিয়ার বিরুদ্ধে। আলজাজিরা জানিয়েছে, বিদায়ী ২০২০ সালে জাতিসংঘে সবচেয়ে নিন্দিত দেশ হয়েছে ইসরাইল। করোনা মহামারীর মধ্যেও ইসরাইলের দমন-পীড়ন থেমে ছিল না।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ