27 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » আমরা ভালো কা‌জে ‘বেস্ট অব দি বেস্ট’ হতে চাই-আইজিপি

আমরা ভালো কা‌জে ‘বেস্ট অব দি বেস্ট’ হতে চাই-আইজিপি


বিএনএ, রাজশাহী : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘আপনাদেরকে দেশের জন্য, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা ভালো কা‌জে ‘বেস্ট অব দি বেস্ট’ হতে চাই।’

রোববার(২৭ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

দুর্নীতি রুখতে পুলিশের সব সদস্যকে হুইসেল ব্লোয়ার (বাঁশি ওয়ালা) হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন পুলিশ সুপার হতে পারেন একজন ‘চেঞ্জ মেকার’, প্রত্যেক পুলিশ সদস্য হতে পারেন এক একজন ‘চেঞ্জ এজেন্ট’।

তিনি বলেন, ‘পুলিশের চাকরি করতে হবে ভালবেসে, চাকরিতে ‘প্রাইড’ নিয়ে আসতে হবে, যাতে আমাদের সন্তানরা গর্বভরে বলতে পারে আমার বাবা পুলিশ ছিলেন, আমার মা প‌ু‌লিশ ছি‌লেন। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ হতে চাই।’

আইজিপি বলেন, মানুষ বিপদে প‌ড়ে পুলিশের কাছে আসে। উপস্থিত পুলিশ সদস্যদেরকে প্রশ্ন করে তিনি বলেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার লাইসেন্স কে দিয়েছে? নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। মানুষকে ভালবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়। করোনাকালে আমরা এর প্রমাণও দেখেছি।

ড. বেনজীর আহমেদ দ্ব্যর্থহীন কন্ঠে উচ্চারণ করেন, আমরা দুর্নীতিমুক্ত পুলিশ গড়ে তুলতে চাই। দুর্নীতি করলে পুলিশে থাকা যাবে না। দুর্নীতি করে কেউ বড়লোক হতে চাইলে তার জন্য পুলিশের চাকরি নয়। মাদ‌কের বিরু‌দ্ধে শূণ্য স‌হিঞ্চুতার কথা পুনর্ব্যক্ত ক‌রে তি‌নি ব‌লেন, মাদকমুক্ত পুলিশ গড়তে সর্বস্তরের পুলিশ সদস্যদের জন্য ডোপ টেস্ট চালু করা হয়েছে। পু‌লিশ‌কে মাদকমুক্ত রাখ‌তে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

এসময় সদ্য আদালতে দাখিল করা মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট প্রশ্নে আইজিপি বলেন, ‘আলোচিত এ ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’

অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন। এছাড়া, রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ