17 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছাত্রদলের চার কর্মী আটক

চট্টগ্রামে ছাত্রদলের চার কর্মী আটক

চট্টগ্রামে ছাত্রদলের চার কর্মী আটক

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। আহত হয়েছে ৫ জন নেতাকর্মী।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরের নসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোজাম্মেল হক মনজু, তহিদুল ইসলাম সুমন ও মনিরুজ্জামান।

আহত হওয়া নেতাকর্মীরা হলেন- নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, রাজিবুল হক বাপ্পী, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মো. আনাস সহ ৫/৬ জন নেতাকর্মী।

পুলিশের বলছে, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে রাস্তায় প্রতিবন্ধকতা এবং জনমনে আতংক তৈরি হয়। এ কারণে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে নগর বিএনপি নেতা ইদ্রীস আলী বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা দুপুরের দিকে কাজীর দেউরী মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শান্তিপূর্ণ সমাবেশ করার সময় চার থেকে পাঁচ গাড়ি পুলিশ কার্যালয়ের মাঠে ঢুকে লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। নিরিহ নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে নগর ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করে। এছাড়া আহত হয়েছে ৫ জন নেতাকর্মী।

এদিকে বিকেলে নসিমন ভবনের বিএনপি কার্যালয়ে পদবঞ্চিতরা এসে ককটেল বিস্ফোরণ করেছে। এ ঘটনায় সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি শফিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা যায়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে পূর্বের ঘোষিত কমিটির সহ-সভাপতি শফিউলের নেতৃত্বে ছাত্রদলের একদল নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসে। এসময় তারা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সেখানে অভিযান চালিয়ে শফিউলকে আটক করে পুলিশ। অন্যরা এসময় পালিয়ে যায়। এরা সকলেই সদ্য সাবেক সভাপতি গাজী সিরাজের অনুসারী।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, দুপুরে মিছিল করে পার্টি অফিসে আসার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে তিনজনকে আটক করা হয়। এছাড়া বিকেলে পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করায় একজনকে আটক করা হয়।

উল্লেখ, এর আগে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল চলতি মাসে ঘোষিত ৫০০ জনের কমিটি ভেঙে ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

মহানগর ছাত্রদলের নতুন ওই কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন।

নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল ইউনিট চট্টগ্রাম বিভাগীয় টিমের সাথে সমন্বয়ের মাধ্যমে গঠন করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ