17 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরী আর নেই

প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরী আর নেই


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য তমাল চৌধুরী (৭০) আর নেই। শনিবার ( ২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার এক শোক বার্তায় প্রবীণ সাংবাদিক তমাল চৌধুরীর পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ