17 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১০৭

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১০৭


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষায় ১০৭জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ৯৮ জন এবং উপজেলায় ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৭২৫ জন। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষায় ১৭জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬২টি নমুনা পরীক্ষায় ২৬জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ৪৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৮ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১০৭জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭২৫ জন। এর মধ্যে নগরে ২২ হাজার ৯৪১জন এবং বিভিন্ন উপজেলায় ৬ হাজার ৭৮৪জন। একই সময় কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ৩৫৪জনে স্থির রয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ