24 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি


বিএনএ,ঢাকা: সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামী বুধবার (২৯ নভেম্বর) অবরোধ এবং বৃহস্পতিবার (৩০ ডিস্বের ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬ টা থেকে বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৮ম ধাপে ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।

সপ্তম ধাপে ডাকা বিএনপির ওই অবরোধ কর্মসূচি এখনও চলমান রয়েছে। এ অবরোধ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ