22 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বিরতি বাড়ার বিষয়ে অশ্চিয়তা

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বিরতি বাড়ার বিষয়ে অশ্চিয়তা

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ

ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ ২০২৩।। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বিরতি বাড়ানোর বিষয়ে  নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে দেশটির সেনাবাহিনী বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে উল্লেখ করে বলেছে, প্রতি একদিন যুদ্ধ বিরতি বাড়ার জন্য প্রতিদিন ১০জন করে ইসরাইলী জিন্মিকে ছাড়তে হবে।

ন্যাটো, কাতার, মিশর, যুক্তরাষ্ট্র, স্পেন ও ইরান যুদ্ধ বিরতি বাড়াতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে।

সোমবার(২৭ নভেম্বর) গাজা সফরকালে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দম্ব করে বলেন, কেউ আমাদের থামাতে পারবে না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, কাতার, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং স্পেন চারদিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কাজ করছে।

পিএ-এর পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন যে বর্তমান যুদ্ধবিরতি চলছে তা “এক, দুই, তিন দিনের জন্য” বাড়ানো যেতে পারে তবে যে কতক্ষণের জন্য কেউ সঠিকভাবে এখন বলতে পারছেন না।

গত ৭ অক্টোবর হতে গাজায় ১৪হাজার৮৫৪জন ফিলিস্তিনি এবং পশ্চিমতীর ও জেরুজালেমে প্রায় তিনশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলী সেনাবাহিনী  ও ইহুদি বসতি স্থাপনকারীরা।

ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ
পুনরায় দখলদার ইসরায়েলের গণহত্যা শুরুর ভয়ে উত্তর গাজা থেকে পালাচ্ছে বাসিন্দারা, ছবি- আল জাজিরা

আল জাজিরা সোমবার দিনের শুরুর কয়েক ঘণ্টার গাজার পরিস্থিতি সম্পর্কে জানায়,

ইসরাইল বলেছে, যুদ্ধ বিরতি বাড়ানোর জন্য ৫০জন জিন্মিকে পর্যায়ক্রমে ছেড়ে দিতে হবে, ইসরাইলও চুক্তি অনুযায়ি কারাবন্দীদের ছেড়ে দেবে।

ইসরাইলী প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে,কারাবন্দীদের ছেড়ে দিতে তালিকা নিয়ে আলাপ চালাচ্ছে।

নতুন করে গ্রেপ্তার

ফিলিস্তিন বন্দীদের সংগঠন দাবি করেছে, গত রাতে ইসরাইলী নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৬০ ফিলিস্তিনিকে দখলকৃত পশ্চিমতীর হতে নতুন করে গ্রেপ্তার করেছে।

টেসলা সিইও ইলন মাস্ক ইসরাইলের অনুমতি ছাড়া গাজার টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করবেন না। ইসরাইলের যোগাযোগ মন্ত্রীর জানান যে,  ইলন মাস্ক এতে রাজি হয়েছেন।

ইসরাইল সরকারের মুখপাত্র আইয়িলন লেভি বলেছেন, গাজায় ১৮৪জন ইসরাইলী জিন্মি বন্দী রয়েছেন।

বিএনএনিউজ২৪, ফিলিস্তিন- ইসরাইল যুদ্ধ ২০২৩, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ