24 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনএ, ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন। সোমবার (২৭ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী জোটগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এই কর্মসূচি। গত রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশে ১০ যানবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত (২৯ দিনে) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামায়াত শিবিরের অবরোধ- হরতালে দুর্বৃত্তরা ২১৮টি যানবাহন ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নির্বাপণে ঢাকাসহ সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৫৬টি ইউনিট ও এক হাজার ৯৬৩ জন জনবল কাজ করেছে। এখন পর্যন্ত এসব ঘটনায় দু’জন ফায়ার ফাইটার ও তিনজন যাত্রীসহ ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ