19 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিম তীরে ইসরায়েলি সেনার হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার হামলায় নিহত ৮ ফিলিস্তিনি


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনার  হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ ফিলিস্তিনি ।

পার্সটুডে জানায়, এর মধ্যে শুধু জেনিন শহরেই মারা গেছেন পাঁচ ফিলিস্তিনি। বাকি তিনজন মারা গেছেন পশ্চিম তীরের অন্য কয়েকটি এলাকায়।

ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক থেকে জেনিন শহরে হামলা করে। এসময় তারা টানা গুলিবর্ষণ করতে থাকে এবং সরকারি হাসপাতাল ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় ঘেরাও করে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তারা এই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।

গাজা উপত্যকায় যখন হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি চলছে তখন পশ্চিম তীরে ইসরায়েলিরা এই আগ্রাসন চালালো। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলিরা সেনাদের হাতে ২৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ