22 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনী সহিংসতা, যশোরে নিহত ১

নির্বাচনী সহিংসতা, যশোরে নিহত ১

নির্বাচনী সহিংসতা

বিএনএ যশোর: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষের হামলায় কুতুব উদ্দিন নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের রুদ্রপুর বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছেন, বিকেলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের এক সমর্থক রুদ্রপুর বাজারে যান। সে সময় নৌকার প্রার্থী হাসান ফিরোজ টিংকুর কর্মীরা তার ওপর হামলা করে। এরপর সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে আনারস প্রতীকের কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালায় তারা।

তাদের হামলায় মেম্বার প্রার্থী হবিবার, আক্কাচ, আজগার, মাসুদ, আইনাল, কুতুব উদ্দিন ও মন্টু আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কুতুব উদ্দিন মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাহিদ শাহরিয়ার সাব্বির জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে কুতুব উদ্দিন মারা গেছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র