25 C
আবহাওয়া
৭:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনার নতুন ভ্যারিয়েন্ট : নিউইয়র্কে জরুরি অবস্থা

করোনার নতুন ভ্যারিয়েন্ট : নিউইয়র্কে জরুরি অবস্থা

বিশ্বে একদিনে করোনায় ৭ হাজার ৫৫ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : করোনার শক্তিশালী ধরণ ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।

স্থানীয় সময় শুক্রবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল বলেন, এখনোওমিক্রন নিউইয়র্কে শনাক্ত হয়নি। তবে স্বাস্থ্য বিভাগকে হাসপাতালের জরুরি প্রয়োজন নয় এমন এবং কম জরুরি পদ্ধতিগুলো সীমিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সরবরাহ করার বিষয়ও থাকছে তাতে।

জানা গেছে, ৩ ডিসেম্বর থেকে গভর্নরের আদেশ কার্যকর হবে এবং তা ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ