17 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » সেঞ্চুরির দেখা পেলেন না মুশফিক

সেঞ্চুরির দেখা পেলেন না মুশফিক


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ৯ রানের জন্য সেঞ্চুরি পেলেন না মুশফিকুর রহিম। নার্ভাস নাইনটিনের শিকার হয়ে আউট হয়ে গেছেন মুশফিক।

শনিবার চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিন খেলছে বাংলাদেশ পাকিস্তান। প্রথম সেশনে স্বাগতিকদের স্কোর ১০০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান।

৮২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা মুশফিক সাবধানে এগোচ্ছিলেন। তবে ৯১ রানের মাথায় ফাহিম আশরাফের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়েছিলেন মুশফিক। যদিও শেষ রক্ষা হয়নি। ফলে ১১ বাউন্ডারিতে সাজানো ২২৫ বলের ইনিংসে সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ