24 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবেন।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে চাইছে। দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ